ছাতকে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

0
366
ছাতকে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের এস আর চৌধুরী কমপ্লেক্সে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমানের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আখতার হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, মৌলা বক্স ও করিম বক্স ছাতকের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ বক্স, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসান, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস। বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা ইবনে আলী মোহাম্মদ নাজমুল কিবরিয়া, এনআরবিসি ব্যাংকের শাখা প্রধান আল আমিন, মোতাকাব্বির, সফিক মিয়া মজুমদার, আব্দুল কাদের, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী বাবুল মিয়া প্রমুখ। এসময় ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, রাসেল মাহমুদ, স¤্রাট চৌধুরী, মর্তুজা মিয়া, আনোয়ার মিয়া, ফয়জুল আহমদ পাবেল, কবির চৌধুরীসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য রাখেন, এনআরসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুখতার হোসেন এবং স্পন্সর তৌফিক রহমান চৌধুরী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনআরবিসি ব্যাংক সিলেট অঞ্চলের শাখা প্রধান এস এম মুবিন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল হোসেন। সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক সারা দেশে ৭৫টি শাখা ও ৪০টিরও বেশী উপ শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। সরকারের রাজস্ব সংগ্রহের লক্ষ্যে ভুমি রেজিষ্ট্রি ও অফিস ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রমের সাথেও এ ব্যাংক যুক্ত রয়েছে। বর্তমান বৈশ্বিক করোনা মহামারীতে এনআরবিসি ব্যাংক সারা দেশের প্রায় ৭ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা সামগ্রি দিয়েছে। এখন এনআরবিসি ব্যাংক একটি মানবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here