দে‌বিদ্বার উপ‌জেলা স্টুডেন্টস অ্যা‌সো‌সি‌য়েশন অব তিতুমীর ক‌লেজ (ডুসা‌ট)’র ক‌মি‌টি ঘোষণা সভাপ‌তি আ‌শিক, সম্পাদক নজরুল

0
569
দে‌বিদ্বার উপ‌জেলা স্টুডেন্টস অ্যা‌সো‌সি‌য়েশন অব তিতুমীর ক‌লেজ (ডুসা‌ট)'র ক‌মি‌টি ঘোষণা সভাপ‌তি আ‌শিক, সম্পাদক নজরুল

খবর৭১ঃ

‌দে‌বিদ্বার উপ‌জেলা স্টুডেন্টস অ্যা‌সো‌সি‌য়েশন অব তিতুমীর ক‌লেজ (ডুসা‌ট)’র কার্য‌নির্বাহী ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

আজ র‌বিবার সন্ধ্যায় ডুসা‌টের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১বছ‌রের জন্য ক‌মি‌টির অনু‌মোদন দেন উপ‌দেষ্টামন্ডলীর সি‌নিয়র সদস্যরা। নতুন ক‌মি‌টি‌তে সভাপ‌তি প‌দে ব্যবস্থাপনা বিভা‌গের মোঃ আ‌শিকুর রহমান ও সাধারণ সম্পাদক প‌দে হিসাব‌বিজ্ঞান বিভা‌গের নজরুল ইসলাম‌কে নির্বাচিত করে ৪৯ সদস্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করা হয়।

২০১৮ সা‌লের ৭এ‌প্রিল সরকা‌রি তিতুমীর ক‌লে‌জে “মা, মাটি ডে‌কে যায়, শিক‌ড়ের টা‌নে ছু‌টে আয়” স্লোগা‌নে কু‌মিল্লার দে‌বিদ্বার উপ‌জেলার সাধারণ শিক্ষার্থী‌দের নি‌য়ে গ‌ঠিত হয় ডুসাট।

ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হ‌লেন, সহ-সভাপ‌তি প‌দে মোঃ র‌ফিকুল ইসলাম, মোঃ মে‌হেদী হাসান মীর, লাইজু আক্তার স্মৃ‌তি, মোঃ লিটন মুন্সী, কাজী রা‌জীব হো‌সেন, শান্তা আক্তার (রিফা), আ‌রিফুল ইসলাম (হি‌মেল), যুগ্ম-সাধা‌রণ সম্পাদক প‌দে স‌জিবুর রহমান, মাহতাব হো‌সেন ভূঁইয়া, মোঃ আল-আ‌মিন সরকার, সাংগঠ‌নিক সম্পাদক প‌দে হাসানুর র‌শিদ হাসান, মোঃ আ‌রিফুল ইসলাম রা‌সেল, রু‌বি আক্তার, মোঃ মে‌হেদী হাছান, নিয়াজ আহ‌মেদ, অর্থ সম্পাদক ইব্রা‌হিম খ‌লিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর মৈশান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন জু‌য়েল, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সা‌বিকুন্নাহার মুক্তা, তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক আ‌বির হাসান, সাংস্কৃ‌তি‌ক বিষয়ক সম্পাদক সাঈফ উ‌দ্দিন নীরব, সমাজ‌সেব‌া সম্পাদক আ‌রিফ হো‌সেন সুজন, ক্রীড়া সম্পাদক মোঃ সা‌কিব হো‌সেন, পাঠাগার সম্পাদক মোঃ নাঈম মুন্সী, সা‌হিত্য সম্পাদক সা‌বিহা আক্তার, কর্মসূ‌চি ও প‌রিকল্পনা বিষয়ক সম্পাদক ইব্রা‌হিম খ‌লিল (জুবা‌য়ের), মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাদাতুল ইসলাম, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ‌লিউর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আহ‌ম্মেদ তা‌রেক, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লা আল নোমান, সহ-সম্পাদক প‌দে ইশরাত জাহান জ্যু‌তি, নাজমুল হাছান ইমন, দ্বীন মোহাম্মদ সা‌হেদ, মোঃ ওমর ফারুক, রা‌শেদ খন্দকার, আবু হা‌নিফ, কামরুল হাছ‌ান (নাজমুল), নির্বাহী সদস্য আ‌ছিয়া আক্তার (ই‌তি), মোঃ আব্দুল কাইয়ুম মোল্লা, মাহমুদুল হাসান সৌরভ, মোহাম্মদ হোসাইন, আব্দুল্লাহ (মামুন), কামরুল হাছান, ফা‌হিমা আক্তার (তিশা), ফাহানা আক্তার (শ্রাবণ), মোঃ আতাউর রহমান, মোঃ আক্তার হো‌সেন‌কে নির্বা‌চিত করা হয়।

ডুসা‌টের উ‌দ্যোক্তা ও নব-‌নির্বা‌চিত সভাপ‌তি মোঃ আ‌শিকুর রহমান জানান, ‘‌দে‌বিদ্বার উপ‌জেলার শিক্ষার্থীদের কল্যা‌ণে আমরা ডুসাট প্র‌তিষ্ঠা ক‌রি। মা ও মা‌টির টা‌নে তিতুমীর ক‌লে‌জে সবসময় আমার উপ‌জেলার সাধারণ শিক্ষার্থী‌দের পা‌শে থাক‌তে স‌র্বোচ্চ চেষ্টা ক‌রে‌ছি, ইনশাআল্লাহ ভ‌বিষ্য‌তেও আমা‌দের এ চেষ্টা অব্যাহত থাক‌বে।’

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ব‌লেন, “ডুসাট দে‌বিদ্বা‌রের শিক্ষার্থী‌দের প্রা‌ণের সংগঠন, ডুসা‌টের সদস্যরা সবসময় সবার পা‌শে দাড়ায়। ভ‌বিষ্য‌তেও দে‌বিদ্বা‌রের সাধারণ শিক্ষার্থী‌দের জন্য কল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here