করোনা শনাক্তে ভারতের ফের নতুন বিশ্বরেকর্ড, ছাড়ালো ব্রাজিলকে

0
521
৮৩ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত

খবর৭১ঃ শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়। করোনা রোগী শনাক্তের সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত। দেশটির বর্তমান অবস্থান করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে দেশটিতে নতুন করে আরো ৯০ হাজার ৮০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি বিশ্বে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। দ্বিতীয় দিনের মত দেশটিতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়ালো।

এতে দেশটিতে শনাক্তের সংখ্যা ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে এক হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। তবে আশার খবরে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখের বেশি মানুষ।

করোনায় দেশটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত নয় লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬০৪ জনের।

এর পরেই অবস্থান অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here