চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

0
402

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে চোরাচালান নিয়ে দু’দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াকুত মিয়া (৪৫) নামের এক চোরাকারবারী নিহত হয়েছে। এতে আহতহয়েছেন আরও অন্তত ৫ জন।শনিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তের টেকেরঘাট গ্রামে এ ঘটনাটি ঘটে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান- একদল চোরাকারবারি ছোলাবুট ও কয়েল বাংলাদেশ থেকে ভারত পাচার করছিল। এ সময় অপর একটি চোরাকারবারি গ্রুপ বিজিবিকে দিয়ে ধরিয়ে দেয়।

এ নিয়ে শনিবার রাত ১০টার দিকে টেকেরঘাট গ্রামের জমসের আলীর ছেলে চোরাকারবারী ইয়াকুত মিয়া ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে চোরাকারবারী রমজান আলীর লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। এতে ইয়াকুত আলী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে পথিমধ্যে ইয়াকুত মিয়া মারা যান।এদিকে, রমজান আলীকে গুরুত্বর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানা যায়। পাশাপাশি অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।ওসি আরও জানান- এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here