খবর৭১ঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো দুইজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার ( ২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে সার্কুলার জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন দুইজন নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দুইজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন।