ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মেজর সিনহা হত্যাকান্ড কে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সকল পুলিশ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক এবং ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ মূলক সামাজিক প্রচারণার প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়।
এ সময়ে একই স্থানে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক জয় মহন্ত অলক এর উপর পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায় দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার সভাপতি গৌরহরি বর্মণ , সদর উপজেলার সভাপতি অরুন কুমার রায় , পীরগঞ্জ উপজেলার সভাপতি সুকুমার রায়, আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলার সাঃ সম্পাদক ইন্দ্রজীত সিংহ , হরিপুর উপজেলার সভাপতি চন্দমোহন রায় ও বোচাগঞ্জ উপজেলার সভাপতি সাগর রায়, যুব মহাজোট সদস্য সচিব অ্যাডভোকেট আবীর চৌধুরী । ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি টিংকু রায় ,মাইনরিটি ওয়াচ ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি প্রান্ত দাস অনুপ, সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ।
মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের নানান সমস্যার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা । সেই সাথে সংখ্যালঘুদের সমস্যা গুলো দেখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।