আব্দুল আওয়াল, মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনের হাফসা আক্তার (২৪) নামের এক মহিলা ৯৯৯ এ ফোন করে মদন থানার পুলিশের সহযোগিতায় দেওয়ান বাজার হতে তার দুধওয়ালা গাভী ফিরে পেয়েছে। গাভীটি বাজারে বিক্রি করতে নিয়ে আসা দু’জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বাড়রি গ্রামের আটককৃত শহর আলী (৫২) ও মোহাম্মদ আলী (৩৬) জানান, আমরা গরু ব্যবসায়ী। এই গাভীটি নিজ গ্রামের অভিযোগকারী মহিলার আপন মা ও ভাই রেজিয়া ও কোকিল মিয়ার নিকট হতে ৬২ হাজার টাকায় ক্রয় করে, আজ ২৭শে আগষ্ট বৃহস্পতিবার দেওয়ান বাজারে বিক্রি জন্য নিয়ে আসি। তাদের মাঝে কি পারিবারিক সমস্যা আছে তা আমরা জানিনা।
অভিযোগকারী হাফসা আক্তার জানান, গাভীটি আমার ভাইকে কিনে দিয়ে ছিলাম পালার জন্য।কিন্তু আমাকে না জানিয়ে মা ও ভাই এই গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গাভীটি চুরি করে বিক্রি করে টাকা আত্মস্যাৎ করতে চেয়ে ছিল।
মদন থানার এস আই হালিম জানান, ৯৯৯ হতে জানানো মাত্রই আমি সঙ্গীয় ফোর্সসহ দেওয়ান বাজারের গরুর হাট হতে দোসরসাদা বর্ণের বাছুর সহ একটি গাভী উদ্ধার সহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসি। অভিযোগকারী লিখিত অভিযোগ দিলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।