বেনাপোলে মানব পাঁচার ও করোনা প্রতিরোধো আলোচনা সভা

0
352
বেনাপোলে মানব পাঁচার ও করোনা প্রতিরোধো আলোচনা সভা

খবর৭১ঃ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ বেনাপোলে মানব পাঁচার ও করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টার সময় বেনাপোল ইউনিয়ন পরিষদে আয়োজিত উক্ত সভার সভাপতিত্ব করেন মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাক শার্শার এইচআরএলএস অফিসার জাহানারা বেগম।

মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাক এর আয়োজনে ও চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত উক্ত মানব পাঁচার ও করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ম্যানেজার (এফও) মিজানুর রহমান।

মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের যশোর জেলা ব্যবস্থাপক শঙ্কর রায় চৌধূরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা বিভাগের জোনাল ম্যানেজার সামাউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা: মাহমুদা সুলতানা, বেনাপোল ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, প্রীন্স মাহমুদ, সাবুর আলী, আকরাম, সেলিনা খাতুন, রাশিদা খাতুন, সালেহা খাতুন, আব্দুল হাই, মনিরুজ্জাসান মিন্টু, মেয়াদ আলী, নাট্যকর্মী মনিরুজ্জামান, আনছার ভিডিপি কমান্ডার লিটন হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী জয়নাল আবেদীনসহ স্থানীয় বিভিন্ন সূধীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here