৩শ’ পিস ইয়াবাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন গ্রেফতার

0
401
৩শ’ পিস ইয়াবাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন গ্রেফতার

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শেখ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিসারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মামুনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ ইঞ্চি লম্বা ১টি কিরিচ ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।’ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here