ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আখানগর উচ্চ বিদ্যলয় স্কুল মাঠ প্রাঙ্গণে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট এর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচারের দাবিতে ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। পরে তাদের অবস্থান দীর্ঘ সময় হলে ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ অবস্থানরত বিক্ষুব্ধ জনতাকে পরিষদ চত্বর থেকে বের করে দেয়।
ঘটনা সুত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে পাহাড়ভাঙ্গা ও আখানগর এর মাঝে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। পাহাড়ভাঙ্গা গোল এর দিক থেকে এগিয়ে থাকায় প্রতিপক্ষ দল ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের সূত্রপাত ঘটায়। ঘটনা সুত্রে জানা যায় ৭নং চিলারং ইউনিয়নের চেয়ারম্যান এর ছেলে তালহা (২০) ও তার সাঙ্গোপাঙ্গরা লাঠি দিয়ে তাদেরকে আঘাত করে। এতে পাহাড় ভাঙ্গা ফুটবল টিমের বেশ কিছু খেলোয়াড় আহত হন। আহত খেলোয়াড়দের স্বজনরা মারপিটে বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।
উক্ত মারপিটের ঘটনায় আহত হন সবুজ,শাহালম ও অন্যরা। গুরুতর আহত হয়েছেন খেলোয়াড় রেজোয়ান ও তাঁর বড় ভাই মোঃসোবহান(৩০)। বর্তমানে তারা ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৭নং চিলারং ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুবের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তা বিচারের আশ্বাস দেন।