আরও ১৯ জোড়া ট্রেন ৫ সেপ্টেম্বর থেকে চালু

0
347
এখনই বাড়ছে না রেলের ভাড়াঃ রেলমন্ত্রী

খবর৭১ঃ আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে ৬৭ জোড়া ট্রেনের চাকা ঘুরবে রেলে।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়টি জানানো হয়।

মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৪ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার।

৬৮ দিন পর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। এরপর তিন দফায় ৫০ জোড়া ট্রেন চালুর ঘোষণা দেয় রেলওয়ে। গত ৩ জুন ১১ জোড়া আন্তঃনগর ট্রেন (কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ), ১৬ আগস্ট ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ মোট ১৩ জোড়া ট্রেন চালু হয়। আগামীকাল ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

আজকের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

এসব ট্রেনের মধ্যে রয়েছে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম মহানগর গোধুলী/প্রভাতী, ঢাকা-সিলেট-ঢাকা জয়ন্তীকা, ঢাকা-সিলেট-ঢাকা উপবন, চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম তূর্ণা নিশীথা, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মোহনগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-জামালপুর-ঢাকা জামালপুর এক্সপ্রেস, ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা দ্রুতযান, রাজশাহী-ঢাকা-রাজশাহী ধূমকেতু, ঢাকা-রংপুর-ঢাকা রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল, রহনপুর-খুলনা মহানন্দা, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার পদ্মরাগ কমিউটার, খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা নকশিকাঁথা, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী উত্তরা, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মহুয়া এবং খুলনা-বেনাপোল-খুলনা বেতনা এক্সপ্রেস চলাচল করবে।

আগামীকাল থেকে চলবে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগারসিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের যমুনা, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগারসিন্দুর গোধুলী, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সোনার বাংলা, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম চট্টলা, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার করতোয়া, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি, খুলনা-রাজশাহী-খুলনা সাগরদাঁড়ি, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা, ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ঢাকা/চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপেস ট্রেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here