পিএসজির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

0
487
পিএসজির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

খবর৭১ঃ ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ঘরে তুললো বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে পর্তুগালের লিসবনে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে ১-০ গোলে হারায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সেই সাথে চলতি মৌসুমে বুন্দেস লিগা, ডিএফবি পোকাল জেতায় দ্বিতীয়বারের মতো মহাদেশীয় ত্রিমুকুট জয়ের রেকর্ড করলো জার্মান দলটি। ২০০৮-০৯ আর ২০১৪-১৫ মৌসুমে সম্ভাব্য তিনটি বড় শিরোপা জিতে প্রথম দল হিসেবে এ কীর্তি গড়ে বার্সেলোনা।

ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছেন কিংসলে কোমান। ৫৯ মিনিটে দুর্দান্ত হেডে গোলটি করেন এই ফরাসি তারকা।

প্রথমার্ধে উভয় দলই একাধিক সুযোগ হাতছাড়া করে। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় জসুয়া কিমিচের ক্রসে লাফিয়ে কোনাকুনি হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান কোমান। ইউরোপের ক্লাব সেরার মঞ্চে এটি জার্মান চ্যাম্পিয়নদের ৫০০তম গোল। তাদের আগে এই মাইলফলক ছুঁয়েছে কেবল দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here