টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ভারতে, পরের বছর অস্ট্রেলিয়ায়

0
500
টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ভারতে, পরের বছর অস্ট্রেলিয়ায়

খবর৭১ঃ
মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। যে কারণে ২০২১ ও ২০২২ সালে পরপর দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

আইসিসির আগের সূচি অনুসারে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। বতর্মান সূচি অনুসারে এক বছর আগেই ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল। কিন্তু করোনায় তা বাতিল হয়ে যায়।

শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। এদিন আরও সিদ্ধান্ত হয় ২০২১ সালের নারী বিশ্বকাপ হবে ২০২২ সালে। আয়োজক সেই নিউজিল্যান্ডই থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here