সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

0
423
সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে একরামুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের উত্তর অসুরখাই কাঁচারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। তাঁকে উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমনের নেতৃত্বে দুই সদস্যের ডুবুরী দল কাজ করছিলেন।

জানা গেছে, কামারপুকুর ইউনিয়নের উত্তর অসুরখাই পঁচাপাড়ার বাসিন্দা মো. একরামুল হক আজ শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ি পাশে কাঁচারীঘাট এলাকায় চিকলী নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে নদীর পানির তীব্র শ্রোতে ডুবে যান তিনি। পরে তাঁর নিখোঁজের বিষয়টি জানতে পেরে লোকজন দ্রুত সৈয়দপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. নাসিম ইকবালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুঁটে আসেন।

পরে রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরী দলকে খবর দেয়া হয়। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমনের নেতৃতে দুই সদস্যের ডুবুরী দল বেলা ১১ টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সন্ধান করেও নিখোঁজ বৃদ্ধের খোঁজ পাননি। এ রিপোর্ট পাঠানো (বিকেল সাড়ে পাঁচটা) পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছিলেন ডুবুরী দল। সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. নাসিম ইকবাল জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তাদের ডুবুরী দল কাজ করছেন।

কামারপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনছারুল হক বলেন, ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর পরই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সঙ্গে এলাকার অনেক মানুষও নিখোঁজ ব্যক্তির সন্ধানে চিকলী নদীতে নামেন। এ সময় নদীর পাড়ে এলাকার বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ ভীড় জমান।

এদিকে, চিকলী নদীতে গোসল করতে নেমে একরামুল হকের নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ একরামুলের স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here