করোনা কখনোই নির্মূল সম্ভব হবে না: ফাউসি

0
429
করোনাভাইরাসে দেশে আরও ৩২ জনের প্রাণহানি

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, বিশ্ব হয়তো কখনোই করোনাভাইরাসকে নির্মূল করতে পারবে না। তবে জনস্বাস্থ্য বিধি ও কার্যকর টিকা হয়তো সংক্রমণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে। বুধবার তিনি এই কথা বলেছেন।

ড. ফাউসির এই দাবি অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। কারণ গত সপ্তাহে প্রেসিডেন্ট বলেছিলেন, করোনাভাইরাস শেষ পর্যন্ত বিশ্ব থেকে বিদায় নেবে।

ড. ফাউসি বলেন, ‘আমি মনে করি না বিশ্ব থেকে একে (করোনাভাইরাস) নির্মূল করতে পারব। কারণ এটি উচ্চমাত্রার সংক্রামক যা আগে দেখা যায়নি।’

তিনি জানান, ভালো টিকা ও মাস্ক, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শীর্ষে থাকতে পারবে।

যুক্তরাষ্ট্রের এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, ‘আমাদের হয়তো আরও একটি মৌসুম একে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আগামী মৌসুমের মধ্যে আমরা টিকা পেলে মহামারি হয়তো থাকবে না। এটি বিশ্বকে নিশ্চল করবে না, এটি অর্থনীতিকে ধ্বংস করবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here