বৈরুতে বিস্ফোরণঃ আরও এক বাংলাদেশির মৃত্যু

0
334
'২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছে

খবর৭১ঃ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈরুতের ওই ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হলো। আহত হয়েছেন আরও ৭৮ জন।

বুধবার বিকালে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, ‘নিহত তিনজনই লেবাননে বসবাস করে আসছিলেন। অন্যদিকে আহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখন হাসপাতালে আছেন ৮-১০ জনের মত।’ আহত ৭৮ জনের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্য রয়েছেন বলেও জানান বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব।

বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও মাদারীপুরের মিজানুর রহমান। দুজনই আশরাফি এলাকায় নিহত হয়েছেন।

এর আগে দুপুরে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জোড়া বিস্ফোরণের ঘটনায় নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত চার সহস্রাধিক। গতকাল মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দতরঙ্গের আঘাতে পুরো বৈরুত কেঁপে ওঠে। রাজধানীর বড় একটি অংশে বিভিন্ন ভবনের জানালা-দরজার কাঁচ ভেঙে গেছে। অনেক ভবনের ব্যালকনী ধসে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here