খবর৭১ঃ
চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় সন্তোষজনক ফল দিলে তা বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, চীনের একটি ওষুধ কোম্পানি তাদের তৈরি করা ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য বাংলাদেশে আইসিডিডিআর,বির কাছে আবেদন করে। আবেদনপত্রটি আইসিডিডিআর,বির মাধ্যমে স্বাস্থ্য অধিদফতর হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে। আমরা এখন পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের পরীক্ষা-নিরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গেলে দেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য এ ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।
স্বাস্থ্য সচিব জানান, খোঁজ নিয়ে যানা গেছে চীনের সিনোফার্ম কোম্পানিটি একটি বেসরকারি কোম্পানি। এর সঙ্গে চীনা সরকারের সংশ্লিষ্টতা নেই। এই প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিন ইতোপূর্বে চীনে প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে সফল হয়েছে