খবর৭১ঃ চলতি বছরের মার্চ মাসের ১৮ তারিখ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলেছে। ইতোমধ্যে মৃত্যু ৩ হাজার ১০০ ছাড়িয়েছে। এই মৃতদের একটা বিরাট সংখ্যাই পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এ পর্যন্ত করোনায় যতজন মারা গেছেন, তার প্রায় ৮০ শতাংশই পুরুষ। নারীর মৃত্যু তুলনামূলক অনেক কম। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য বিশ্লেষণে এ হিসাব পাওয়া যায়।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেয়া সবশেষ তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১১ জনে।
আর এই সময়ে নতুন করে আরও ২,৭৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২২ জন পুরুষ, আর নারী ৬ জন।
এ পর্যন্ত যতোজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ৭৮.৬২% পুরুষ এবং ২১.৩৮% নারী।
এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন।
২৪ ঘণ্টায় ২৮ জনই হাসপাতালে মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামের ৮ জন, রাজশাহীর ৩ জন, খুলনার ২ জন, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।
এ পর্যন্ত মোট যতজন মারা গেছেন তাদের মধ্যে ৪৭.৮৩% ঢাকায় এবং ২৪.৪০% চট্টগ্রামে।
বয়স অনুযায়ী মৃত্যুর পরিসংখ্যান
বাংলাদেশে এ পর্যন্ত যতজন কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে-
০-১০ বছর বয়সের মধ্যে- ১৮ জন (.৫৮%)।
১১-২০ বছর বয়সের মধ্যে- ৩০ জন (.৯৬%)।
২১-৩০ বছর বয়সের মধ্যে- ৮৭ জন (২.৮০%)।
৩১-৪০ বছর বয়সের মধ্যে- ২০৫ জন (৬.৫৯%)।
৪১-৫০ বছর বয়সের মধ্যে- ৪৩৭ জন (১৪.০৫%)।
৫১-৬০ বছর বয়সের মধ্যে- ৮৯৭ জন (২৮.৮৩%)।
৬০ বছর বয়সের উর্ধ্বে- ১,৪৩৭ জন (৪৬.১৯%)।
এদিকে, আজ দুপুর পর্যন্ত বিশ্বের ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ২৭৬ জনের মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
মারা গেছেন ৬ লাখ ৭৩ হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৩৪ হাজার ৫৬০ জন মানুষ। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এই তথ্য জানা গেছে।