আব্দুল আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মায়ের ভুলে জিসান নামের এগারো মাসের এক শিশুর প্রাণ গেল। সে গোলাপ মিয়ার ছেলে। সোমবার বিকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে জিসানের পেটে গ্যাস হয়েছে মনে করে বাবা গোলাপ মিয়া কাইটাইল বাজার থেকে গ্যাসের ঔষধ ডোমিন সিরাপ নিয়ে আসে। কিন্তু এর আগে ডাটা শাক ক্ষেতের পোকামাকড় নিধনের জন্য ফেট্রোফস নামক কীটনাশক ঘরে রেখে ছিলেন। জিসান পেটের ব্যথায় ছটপট করতে থাকলে মা জান্নাত আক্তার ভুলবশত ঔষধ বদলে কীটনাশক খাওয়ায় শিশুটিকে । কিছুক্ষণ পর পরেই জিসান ছটপট করতে থাকলে দ্রুত তাকে মদন হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কা জনক দেখে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে শম্ভুগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।
মদন থানার ওসি মো.রমিজুল হক জানান, কীটনাশক খেয়ে জিসান নামের এক লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।