মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারীর সৈয়দপুরে পথচারীদের মাঝে আট শত মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এ্সোসিয়েশন (সুভা) । সৈয়দপুর শহরের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন সুভা’র সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ওই মাস্ক বিতরণ করে।
শহরের পাঁচমাথা মোড়ে সুভার মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। মাস্ক বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের (সুভা) সভাপতি সমাজসেবক নওশাদআনসারী, সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা পরিবেশ কর্মী পাখি আলমগীরসহ সুভার অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা। মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনসচেতনতামূলক কার্যক্রমের প্রসার অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ।
বিগত কয়েক বছর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সুভা গোটা উপজেলায় রক্তাদান,স্বাস্থ্যসেবায় রোগীদের সহযোগিতা, অসহায় মানুষজনের পাশে দাড়ানোসহ অসংখ্য সমাজসেবামূলক কাজ করে আসছে। তাদের এ কল্যানময় কাজে প্রশাসন তাদের সঙ্গে রয়েছে। সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন ‘সুভা’র সভাপতি নওশাদ আনসারী জানান, আমাদের সংগঠনের অন্তর্গত ২৩ টি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করাসহ যারা মাস্ক পড়েননি তাদের বিনামূল্যে মাস্ক দিয়েছে। আমাদের এই কর্মসূচী আরও কয়েকদিন চলবে। এ কর্মসুচির পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে আমরা লিফলেট বিতরণও করবো।
উল্লেখ্য, বিদ্যমান করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক নানা কর্মসূচির গ্রহণ করেছে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন (সুভা)। এসব কর্মসূচির মধ্যে রয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, রেডজোন এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ।এ কর্মসূচীর অংশ হিসাবে শহরের পাঁচ মাথা মোড়, সৈয়দপুর প্লাজা, বঙ্গবন্ধ চত্বর,তুলশীরাম সড়ক (মদিনা মোড়) শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ স্মৃতি অম্লান চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এতে সুভার শতাধিক স্বেচ্ছাসেবকরা অংশ গ্রহন করেন।