নেত্রকোণার মদনে একই পরিবারে ৫ প্রতিবন্ধীঃ ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী ভাতা

0
419
নেত্রকোণার মদনে একই পরিবারে ৫ প্রতিবন্ধীঃ ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী ভাতা

খবর৭১ঃ

আব্দুল আওয়াল, মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মদন উপজেলার পল্লীতে একই পরিবারের পাঁচ জন প্রতিবন্ধী থাকায় দিন দিন পরিবারটি নিয়ে বিপাকে পড়ছে ভাই চান মিয়া। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন তারা। উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের চান মিয়ার পরিবারের সদস্যরা হলেন, ভাই বাক প্রতিবন্ধী মোহম্মদ নূর মিয়া, মোহাম্মদ হাশেম, মোঃ কাশেম, ভাতিজা রাব্বি মিয়া ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মোঃ রিফাত।এদের তিনজনের বয়স পঞ্চাশের বেশি।

পৈত্রিক সম্পত্তি বিক্রি করে কোনভাবে দিনাতিপাত করলেও বর্তমানে তারা ভূমিহীন হয়ে খুবই কষ্টে আছেন। বর্ষা মৌসুমে হাওরে মাছ শিকার ও শুকনো মৌসুমে অন্যের জমিতে কৃষি কাজ করে এবং এলাকার লোকজনের আর্থিক সহায়তায় চলে তাদের সংসার। টানা পোড়নের সংসারে করোনা ভাইরাসের কারণে তাদের সংসারের সংকট আরো বেড়ে গেছে। নিজের জমি না থাকায় নিন্মাঞ্চলে কৃষি জমিতে বসত ঘর তোলে বসবাস করছিলেন তারা। সম্প্রতি বন্যা দেখা দেয়ায় বসত ঘরে পানি প্রবেশ করে গৃহহীন হয়ে পড়েছে পরিবারটি। পরিবারের অভিভাবক চান মিয়া জানান, আমাদের প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়ায় তাদের লালন পালন করতে আমাদের সহায় সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে।

আরও পড়ুনঃ পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে স্বাস্থ্যের ডিজির

মানুষের সহায়তায় সংসার চললেও বর্তমানে করোনা ভাইরাস ও বন্যায় আমাদের জীবন লন্ডভন্ড করে দিয়েছে। বর্তমানে আমরা অনাহারে অর্ধাহারে অন্যের বাড়ীতে জীবন যাপন করছি। এ পর্যন্ত আমরা কোন সরকারি সহায্য পাইনি। শুনেছি বর্তমান আমার ছেলে রিফাতের নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড মঞ্জুর হয়েছে। এতে আমাদের দুঃখ দূর হবে না। সরকারি সাহায্যের মাধ্যমে একটি খামার করে দিলে আমাদের জীবনের পরিবর্তন ঘটত। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল জানান, এ পরিবারের নিকট থেকে রিফাত নামের একজনের আবেদন পেয়ে ভাতার ব্যবস্থা গ্রহণ করেছি। অন্য আরেক জনেরও ভাতার কার্ড আছে। যাদের নেই আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ জানান, আমার বিষয়টি জানা ছিল না। তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরাই ভাতাভোগীদের নামের তালিকা দিয়ে থাকে। যদি বাদ পড়ে থাকে আমরা তাদেরকে অর্ন্তুভূক্তি করার চেষ্টা করব। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, ৫ প্রতিবন্ধীর কথা শুনেছি। সরজমিনে পরিদর্শন করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here