শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুরের শ্রীবরদীর লঙ্গর পাড়া চরবন স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদরের চরশেরপুর, শ্রীবরদীর ভেলুয়া ও খড়িয়া কাজিরচর ইউনিয়নের সীমানাস্থলে অনুষ্ঠিত এ ফা্ইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মেরাজ উদ্দিন।
প্রবীন শিক্ষাবিদ আলহাজ্ব মো: আব্দুল আজিজের সভাপতিত্বে এ ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামলীগ নেতা রুকনুজ্জামান খোকন, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা শামীম, সমাজ সেবক হারুন অর রশীদ খান, দেলোয়ার হোসেন খান ও আব্দুল আলিম মেম্বার।
খেলায় টসে জিতে উত্তর লঙ্গর পাড়া ক্রিকেট একাদশ ব্যাটিং পাঠায় বালুরঘাট ক্রিকেট একাদশকে। বালুরঘাট ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে ৫১ রানের সুবাদে ৭ উইকেটে ১শ ২২ রান করে। জবাবে উত্তর লঙ্গর পাড়া ক্রিকেট একাদশ ১২৩ রানের টার্গেট নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে। ফলে ২৪ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বালুরঘাট ক্রিকেট একাদশ। খেলায় ম্যান অফদ্যা ম্যাচ হয় বালুরঘাট ক্রিকেট একাদশের ইব্রাহিম। অপরদিকে মোট ২৪২ রাণ করে ম্যান অফদ্যা সিরিজ পুরষ্কার পায় উত্তর লঙ্গর পাড়া ক্রিকেট একাদশের রাকিব। টূর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছিল।