করোনা আক্রান্তের তালিকায় জার্মানিকে ছাড়িয়ে বাংলাদেশ

0
861
করোনাভাইরাসে একদিনে আরও ৩২ জনের মৃত্যু

খবর৭১ঃ করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় জার্মানিকে ছাড়ালো বাংলাদেশ। রোববার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইটের তালিকায় এমনটাই দেখা গেছে।

রোববার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জনে।

জার্মানিতে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ হাজার ১৬২ জন। গত ১৯ জুন থেকে দেশটিতে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ৬০০ বা এর নিচে অবস্থান করছে।

জার্মানির চেয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। তবে সুস্থতার সংখ্যার দিক থেকে এগিয়ে আছে জার্মানি। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৮৭ হাজার ৮০০ জন সুস্থ হয়েছেন। সেই তুলনায় বাংলাদেশে সুস্থ হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৪২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here