খবর৭১ঃ
রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে ১ হাজার বৃক্ষ চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা কমান্ড্যান্ট এর কার্যলয়ের সবুজ চত্তরে রোববার দুপুরে বাহিনীর ইউনিয়ন পর্যায়ের সদস্যদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।
আরও পড়ুনঃ সাবরিনার সহযোগিতাকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে
এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম, নলছিটি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত সহ আনসারের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেতা ও সদস্যদের মাঝে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, আমলকি, নিম ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়। ঝালকাঠি জেলা ্আনসার কমান্ড্যান্ট শেখ ফিরোজ আগম্মেদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপন কর্মসুচি পালন করছি।