করোনায় প্রাণ হারালেন হৃদরোগ বিশেষজ্ঞ

0
609
করোনায় প্রাণ হারালেন হৃদরোগ বিশেষজ্ঞ

খবর৭১ঃ মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ হাসপাতালের সাবেক পরিচালক ছিলেন।

শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। এ তথ্য নিশ্চিত করেছেন ডা. আবুল হোসেন খান চৌধুরীর ভাগ্নে ডা. ইশতিয়াক হোসেন।

ইশতিয়াক বলেন, গত দুই সপ্তাহ আগে উনার করোনা পজেটিভ আসে। পরে স্কয়ার হাসপাতালে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ পরীক্ষায় আবার করোনা নেগেটিভ আসে এবং এর দুই দিন পরই তিনি মারা যান।

বাদ আসর বনানী জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-২৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মতে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here