ঈদে ট্রেনের টিকিট শুধু অনলাইনেঃ রেলমন্ত্রী

0
449
ঈদে ট্রেনের টিকিট শুধু অনলাইনেঃ রেলমন্ত্রী

খবর৭১ঃ ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কিছু রেল চলবে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ঈদুল আজহায়ও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

আরো পড়ুনঃ আকাশ পথে ২৩ জুলাই থেকে করোনামুক্তির সনদ বাধ্যতামূলক; সনদ নিতে হবে ১৬ প্রতিষ্ঠান থেকে

শনিবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী আরও বলেন, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘গরু-ছাগল পরিবহনের জন্য যে অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।’

আরো পড়ুনঃ ইনফার্টিলিটি ও তার প্রতিকার

রেলমন্ত্রী জানান, করোনা রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এ ছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here