সাত কলেজের পরীক্ষা ওএমআর পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত

0
581
সাত কলেজের পরীক্ষা ওএমআর পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত

খবর৭১ঃ করোনাভাইরাস পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

দ্রুত ফল প্রকাশ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘করোনা পরবর্তী পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি।’

ফলাফল দ্রুত প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ২০১৯ সালের এপ্রিলে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here