খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলকক্ষে বনবিভাগ কর্তৃক সারাদেশে এক কোটি দেশীয় বৃক্ষের চারা বিতরণ ও রোপণ এর শুভ উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় ১,০১,৬২৫ টি চারা বিতরণ ও রোপণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, ড.কে এম কামরুজ্জামান সেলিম।
আরো পড়ুনঃ জনগণের সমর্থনে আমি মুক্তি পেয়েছিলামঃ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষের চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নূর কুতুবুল আলম, ঠাকুরগাঁও রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ, নার্সারি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনশাহ্ আখন্দ প্রমুখ।