করোনায় প্রাণ দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

0
431
করোনায় প্রাণ দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

খবর৭১ঃ চলমান করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল ছোটন দেব (২৯)। তিনি কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যুবরণ করেন। তিনি ২০১১ সালের ১৪ আগস্ট বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চৌদ্দ মাস বয়সী একমাত্র শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামে।

আরো পড়ুনঃ জনগণের সমর্থনে আমি মুক্তি পেয়েছিলামঃ প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতিতে মরদেহ সৎকার করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে ৫৩ জন বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here