৫০ লাখ বছরের প্রাচীন গুহায় আলাদা জলবায়ু!

0
752
৫০ লাখ বছরের প্রাচীন গুহায় আলাদা জলবায়ু!

খবর৭১ঃ ভিয়েতনাম ও লাওসের সীমান্তে হাং সং ডুং বা সং ডুং গুহা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গুহা। ভিয়েতনামের কোয়াং বিন প্রদেশে এই চুনাপাথরের গুহার বয়স ২০ থেকে ৫০ লাখ বছর। গুহাটি প্রায় ৬৬০ ফুট উঁচু ও চওড়ায় ৪৯০ ফুট।

৯ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট গুহাটির ছাদে দুটি বিশাল সিঙ্কহোল বা গহ্বর আছে। সেখান দিয়ে সূর্যালোক প্রবেশ করে। ফলে গুহায় উদ্ভিদের বংশবিস্তার হতে সমস্যা হয় না।

গুহার মধ্যে চুনাপাথরের স্তম্ভগুলো না থাকলে বোয়িং ৭৪৭ উড়ে যেতে পারত। গুহার নিজস্ব আবহাওয়া চক্র আছে। এমনকি গুহার আকাশে তৈরি হয় মেঘও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here