৫০ শতাংশ গাড়ি বিক্রি কমেছে ভারতে

0
624
৫০ শতাংশ গাড়ি বিক্রি কমেছে ভারতে
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ চলতি বছরের জুনে ভারতে গাড়ি বিক্রি কমেছে ৪৯ দশমিক ৫৯ শতাংশ। গত বছরের জুনে দেশটিতে ২ লাখ ৯ হাজার ৫২২টি গাড়ি বিক্রি হয়। সেখানে এ বছরের জুনে বিক্রি হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৭ টি। গতকাল মঙ্গলবার সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) এ তথ্য জানায়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসআইএএমের তথ্য অনুযায়ী, কেবল গাড়ি নয় টু হুইলার যান যেমন মোটরসাইকেল স্কুটার বিক্রিও কমেছে। জুনে গত বছরের তুলনায় টু হুইলার যানের বিক্রি কমেছে ৩৮ দশমিক ৫৬ শতাংশ।গত বছরের জুনে ১০ লাখ ৮৪ হাজার ৫৯৬টি মোটরসাইকেল বিক্রি হয়, সে জায়গায় জুনে বিক্রি হয়েছে ৭ লাখ ২ হাজার ৯৭০ টি।

এসআইএএম বলছে, গাড়ি শিল্প খাত ২০১৮ সালের অবস্থায় পৌঁছাতে তিন থেকে চার বছর সময় লাগবে। গত বছর থেকে মন্দা শুরু হয় এ খাতে, করোনার মহামারির কারণে তা মারাত্মক আকার ধারণ করেছে। ভারতে অন্যতম বড় গাড়ি বিক্রেতা মারুতি সুজুকি। তারা জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছরের জুনে ৫০ শতাংশ গাড়ি বিক্রি কমেছে। আরেক প্রতিষ্ঠান হুন্দাই মোটর ইন্ডিয়া জানিয়েছে, তাদের বিক্রি কমেছে ৪৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here