মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে গাছের ভেঙ্গে পড়া ডালের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের অফিসার্স কলোনী লিচু বাগান এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আসমা বেগম (৪০)। সে ওই এলাকার বাসিন্দা টিউবওয়েল মিস্ত্রী মো. আসলামের স্ত্রী।
নিহতের ভাগিনা মো. রাজু জানান, ঘটনার দিন সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে তাঁর খালা আসমা বেগম বাড়ির উঠানে বসে আম খাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা রেলওয়ের শতবর্ষী একটি টাউন সিরিষ (কড়াই) গাছের ডাল আকস্মিক তাঁর ঘরে ওপর ভেঙ্গে পড়ে। এসময় উঠানে বসে থাকা তার খালা আসমা বেগম গাছের ভেঙ্গে পড়া ডালের নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে।
উল্লেখ্য,ওই এলাকার শতবর্ষী টাউন সিরিজ গাছটির গোড়া পোকামাকড়ে খেয়ে গর্তে পরিণত করেছে। তারপরও গাছটির নিচে এবং আশপাশে এলাকায় দীর্ঘদিন ধরে শতাধিক পরিবার বসবাস করছেন। গতকালের এ ঘটনার কিছুদিন আগেও ওই গাছের ডাল ভেঙ্গে পড়ে এক নারী প্রাণ হারান। শতবর্ষী গাছটির কারণে অফিসার কলোনী লিচু বাগান এলাকায় বসবাসকারী মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে আছেন। ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছটি যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।