করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
371
করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

খবর৭১ঃ সতর্কবার্তা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যদি সব দেশ মৌলিক স্বাস্থ্যসেবা সতর্কতা অবলম্বন না করে তাহলে চলমান করোনাভাইরাস মহামারি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

জেনেভায় অনলাইন সংবাদ সম্মেলনে টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, আমাকে স্পষ্ট করতে দিন, অনেক দেশই ভুল পথে অগ্রসর হচ্ছে, ভাইরাসটি এখনও জনগণের প্রথম শত্রু হিসেবে রয়ে গেছে।

তিনি বলেন, যদি মৌলিক বিষয়গুলো না মানা হয়, তাহলে এই মহামারি চলতেই থাকবে।

এটি আরও খারাপ, খারাপ ও খারাপ হতে থাকবে কিন্তু এটিকে এভাবে চলতে দেয়া যায় না। সোমবার পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। গত ৫ দিনেই বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here