খবর৭১ঃ দেশের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কামরুল গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান।
আজ সোমবার (১৩ জুলাই) এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কামরুল গ্রুপের চেয়ারম্যান।
ড. কামরুল আহসান বলেন, মরহুম নুরুল ইসলাম বাবুল ছিলেন গুণগত শিল্পায়নের একজন পথিকৃৎ। দেশে জ্ঞানভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থানে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। যমুনা গ্রুপের অধীনে ৪০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। বরেণ্য এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে শিল্পখাতের অপূরণীয় ক্ষতি হলো বলে তিনি উল্লেখ করেন।
আজ সোমবার করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।