খবর৭১ঃ অতিমারি করোনায় বিপর্যস্ত দেশ। সেই সঙ্গে ঘূর্ণিঝড় ও বন্যার করাল গ্রাস দেশের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।
গত মার্চ মাস থেকে করোনা দুর্যোগ মোকাবিলা করছে সরকার। বিভিন্ন খাতে হাজার কোটি টাকার প্রণোদনা, বেকার হয়ে পড়া লাখ লাখ পরিবার ও সাড়ে তিন কোটি মানুষকে নগদ সহায়তা দিয়েছে সরকার।
ইতিমধ্যে বন্যার ছোবলে দেশের এক তৃতীয়াংশ পানির নিচে। ঘর-বাড়িসহ সহায় সম্পদহীন হাজার হাজার পরিবার।
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, করোনার সঙ্গে ঝড়-বন্যা মরার উপর খাড়ার ঘা। তিনি বলেন, বন্যা কবলিত সব জেলার ডিসির অনুকুলে নগদসহ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দেশের সবকটি বড় নদ-নদীর পানি বিপদ সীমার উপরে। সামনের এক সপ্তাহে আরো ঢল বৃষ্টির পানিতে পরিস্থিতির অবনতি হবে।
এদিকে, বন্যায় যারা ঘর-বাড়ি ছেড়েছে তাদের একত্রে থাকতে হচ্ছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা অসম্ভব হয়ে পড়ছে। আগামীতে করোনা সংক্রমণের হার আরো বাড়তেই থাকবে এমন আশংকা রয়েছে। পানির চাপ অব্যাহত থাকলে সবজি চাষের ক্ষেতে মারাত্মক ক্ষতি হবে।