সাহেদ-সাবরিনার প্রতিষ্ঠানসহ সব ব্যাংক হিসাব জব্দ

0
352
সাহেদ-সাবরিনার প্রতিষ্ঠানসহ সব ব্যাংক হিসাব জব্দ
ছবিঃ খবর৭১

খবর৭১ঃ করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ এবং জিকেজি হেলথ কেয়ারের মালিক আরিফুল চৌধুরী ও ডা. সাবরিনার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একই সঙ্গে রিজেন্ট হাসপাতাল, মো. সাহেদের মালিকানাধীন রিজেন্ট কে সি লিমিটেড, প্রতিষ্ঠানের পরিচালক ইব্রাহিম খলিল ও জিকেজি হেলথ কেয়ারের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পাশাপাশি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় আলোচ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের একক ও যৌথ নামে থাকা সব ধরণের ব্যাংক হিসাবে থাকা লেনদেন অপ্রচলযোগ্য (ফ্রিজ) করার নির্দেশনা দেওয়া হয়। সিআইসির মহাপরিচালক আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের তথ্য, কর ফাইলে দেখানো তথ্য মিলিয়ে দেখা হবে। এর মধ্যে অসামঞ্জস্যতা দেখা গেলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here