ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল আরব আমিরাত

0
480
ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল আরব আমিরাত

খবর৭১ঃ দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার এ খবর দিয়েছে আরব নিউজ। গত শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত কার্যকর করা হয়।

খবরে বলা হয়, আরব আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ শে মার্চের মধ্যে শেষ হয়ে গেছে, তাদের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলো আরব আমিরাত। পরে তা কমিয়ে তিন মাস করা হয়। সবশেষ দেশটির মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এই সুবিধাও আর থাকছে না।

করোনা মহামারির কারণে আরব আমিরাতের ভিসা ও প্রবেশের অনুমতি সংক্রান্ত যে সব বিষয় বৈধতা দেওয়া হয়েছিলো সেগুলো বাতিল করা হয়েছে।

তবে দেশটি জানিয়েছে, যেসব প্রবাসী ভিসা নেওয়ার পর আরব আমিরাতের বাইরে ছিলেন তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। তারা চাইলে ভিসা নবায়ন করতে পারবেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here