এবার চিংড়িতে করোনা!

0
366
এবার চিংড়িতে করোনা!

খবর৭১ঃ হিমায়িত চিংড়িতে করোনা শনাক্তের পর ইকুয়েডরের তিনটি প্রতিষ্ঠান থেকে আমদানির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন। দেশটি থেকে সম্প্রতি চালানে এসব চিংড়ি আসে। এরপরই এই ব্যবস্থা নেয় বেইজিং।

শুক্রবার কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।তিনটি কোম্পানির চালান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে।

ওইসব কোম্পানি থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষণের পর ওই তিনটি কোম্পানির কন্টেইনারের পরিবেশ ও বাইরের প্যাকেটজাত পণ্যে করোনার ঝুঁকি রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনে হিমায়িত খাদ্য আমদানি পণ্যে পরীক্ষা শুরুর ঘোষণার পর প্রথম করোনা পজিটিভের ঘটনা এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here