নেত্রকোনার মদনে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

0
481
নেত্রকোনার মদনে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান
ছবিঃ আব্দুল আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধি।

খবর৭১ঃ

আব্দুল আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার সদর ইউনিয়নে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান সম্প্রতি স্থানীয় কুলিয়াটি (আরগিলা) গ্রামে প্রয়াত সাংবাদিক শাহজাহান ভূঁইয়ার বাড়িতে নলকূপ (টিউবয়েল) স্থাপনের সময় এই গ্যাসের অস্তিত্ব মেলে পরে বিষয়টি জানাজানি হলে ভিড় করছেন হাজারো উৎসুক জনতা

গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার প্রয়াত সাংবাদিক শাহজাহান ভূঁইয়ার বাড়িতে নলকূপ স্থাপন শেষে পাইপের গোড়া বাঁধানোর সময় বুদবুদ আকারে ধোঁয়া আকৃতির গ্যাস উঠতে দেখেন টিউবয়েল স্থাপন কাজে নিয়োজিত মিস্ত্রীরা বিষয়টি নিয়ে সন্ধেহ হলে, সেখানে দিয়াশলাই ঠুকে দিতেই আগুন জ্বলে ওঠে নলকূপের মালিক বিলকিছ খানম বলেন, পাইপ ১৮০ ফুট বসাতেই আটকে ধরেছে বসানো যাচ্ছিল না,পরে গোবর মাটি দেয়া হলে নরম হয় মোট ২৭০ ফুট বসানো হয়েছে বসানোর পর থেকে বুদ বুদ শব্দ হলে কলের মাথাটি কাগজ দিয়ে মুড়িয়ে রাখি পরে দেখি কাগজটি ফুলে যাচ্ছে লোকজন বলছে এই টিউবয়েলে গ্যাস আছে দিয়াশলাই দিয়ে আগুন দিলেই জ্বলে উঠছে সেই থেকে পাইপের গোড়ায় একটি সরু পাইপ বসিয়ে দিয়ে গ্যাসে আগুন দিয়ে জ্বালিয়ে রাখা হয়েছে আমরা আজ দুদিন যাবৎ গ্যাস দিয়ে পাক করছি নলকুপ স্থাপনের মিস্ত্রি মিলন মিয়া বলেন, নলকুপ স্থাপনের উদ্দেশ্যে সেখানে ২৭০ ফুট পাইপ বসানো হয়েছে এরপর থেকেই গ্যাসের সন্ধান

এদিকে, গ্যাস ওঠার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় প্রতিদিন শতশতউৎসুক জনতা ভিড় করছেন কেউ কেউ সেলফি তুলছেন, আবার কেউ কেউ আগুন লিভিয়ে পুনরায় তা জ্বালিয়ে দেখছেন ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক বলেন, লোকমুখে ঘটনাটি জানতে পেরে নিজেও দেখতে গিয়েছিলাম আমার দাবি, দ্রæ উদ্ধর্তন কর্তৃপক্ষ পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করুক মদন থানার ওসি মো: রমিজুল হক জানান, ওই বাড়ির লোকজন গ্রামবাসীকে সতর্কতা নির্দেশনায় বলা হয়েছে, কোনো বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত নলকূপটি ওই অবস্থায় থাকবে কেননা এখন নলকূপটি সরাতে গেলে অতিমাত্রায় আগুন জ্বলে সেটির বিস্ফোরণও হতে পারে নলকুপটি ব্যবহার না করতেও বলা হয়েছে বাপেক্স এর মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, আমরা সদস্যের দল ঘটনা স্থলে গিয়ে ছিলাম নমুনা হিসেবে আমাদের ল্যাবে গ্যাস নিয়ে যাচ্ছি

পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তবে এখানে যে গ্যাসটি উৎপত্তি হয়েছে প্রেসার অনেক কম বিভিন্ন জৈব্য পদার্থ থেকে এর উৎপন্ন হতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বুলবুল আহমেদ বলেন, গ্যাসের সন্ধান মিলেছে এমন খবরের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছি বাপেক্স এর মহাব্যবস্থাপক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে শুক্রবার একটি দল ঘটনাস্থলে এসেছিল তারা নমুনা হিসেবে ঢাকায় গ্যাস নিয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here