করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯৪৯, মৃত্যু ৩৭ জনের

0
349
করোনাভাইরাসে একদিনে আরও ৩২ জনের মৃত্যু

খবর৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে অন্যদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ২৭৫ জনে

শুক্রবার দুপুরেকরোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনেস্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তথ্য জানান

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ২১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৫২ হাজার। তবে সাড়ে ৭০ লাখের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন

গত মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here