করোনা: আগাম ১৫ লাখ কবর খুঁড়ছে দক্ষিণ আফ্রিকা

0
542
করোনা: আগাম ১৫ লাখ কবর খুঁড়ছে দক্ষিণ আফ্রিকা

খবর৭১ঃ আফ্রিকায় করোনাভাইরাস মহামারির প্রভাব আরও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে করোনার বড় হানা। পরিস্থিতি বুঝে আগে থেকেই লাখ লাখ কবর খুঁড়ে রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। খবর আল জাজিরা ও বিবিসির।

খবরে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগাম ১৫ লাখ কবর খুঁড়ে রাখার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। দেশটির গাওতেং প্রদেশেই এসব কবর খোঁড়া হচ্ছে। দেশটিতে করোনার সবচেয়ে বড় হট স্পট হল গাওতেং।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ লক্ষ ২৪ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ জনের বেশি। কোভিড-১৯ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকায়। আক্রান্ত ও মৃতের সংখ্যায় আফ্রিকা মহাদেশে শীর্ষে আছে এই দেশ।

গাওতেং প্রদেশের কর্তৃপক্ষ অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, এটি রীতিমত অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। তবে সরকার চেষ্টা করছে করোনার বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে।

গাওতেং প্রদেশে আছে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক বিশ্বপরিচিত শহর জোহানেসবার্গ। শহরটি এই প্রদেশের প্রাদেশিক রাজধানী। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, গাওতেং প্রদেশেই করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজারের বেশি। যা পুরো দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্তের ৩৩ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here