প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের পরিকল্পনা নেইঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

0
353
প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের পরিকল্পনা নেইঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

খবর৭১ঃ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বন্ধের কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে এসব কথা জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জাকির হোসেন বলেছেন, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বন্ধের কোন পরিকল্পনা সরকারের নেই।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের সমাপনীকে আরও যুগোপযোগী করতে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বোর্ড গঠন করার পরিকল্পনা করা হয়েছে। বোর্ড গঠনের বিষয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here