খুব শিগগিরই একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবেঃ সংসদে শিক্ষামন্ত্রী

0
329
খুব শিগগিরই একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবেঃ সংসদে শিক্ষামন্ত্রী
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ নীতিমালার আলোকে খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

একাদশ শ্রেণিতে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও কোভিড-১৯ এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

একাদশে ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।

জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here