ঝিনাইদহে ৩০ লক্ষাধিক টাকার সরকারি ওষুধ জব্দ করেছে র‌্যাব-৬

0
572
ঝিনাইদহে ৩০ লক্ষাধিক টাকার সরকারি ওষুধ জব্দ করেছে র‌্যাব-৬

রাব্বুল ইসলাম, ঝিনাইদহঃ ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে শহরের চাকলাপাড়া থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়েছে। এসময় দিপক নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

রবিবার দুপুরে অভিযান চালিয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে এসব ওষুধ জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও র‌্যাব- এর সেকেন্ড ইন কমান্ড এএসপি এইচএম শফিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর সাথে যে চক্রটি জড়িত আছে তাদের তথ্যও পেয়েছে র‌্যাব-৬। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here