খবর৭১ঃ করানোকালে বিদ্যুতের ভুতড়ে বিল নিয়ে গ্রাহক অসন্তোষ চরমে, যা নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীও। এবার বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ এমন বিড়ম্বনায় পড়া গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না।
রবিবার দুপুরে ভার্চ্যুয়াল মিটিংয়ে বিদ্যুৎ সচিব এ তথ্য জানান।
ড. সুলতান আহমেদ বলেন, কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না। কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না। যেসব অভিযোগ এসেছে তাদের বিল সমন্বয় করা হচ্ছে। আরও অভিযোগ এলে সেগুলোও সমন্বয় করা হবে।
গত কয়েক মাস ধরে বিদ্যুৎ গ্রাহকরা অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার বিষয়ে অভিযোগ করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। সাত দিন সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
গত ২ জুলাই প্রতিবেদন জমা দেয়ার সময় শেষে দেখা যায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের সবচেয়ে বেশি অভিযোগ ডিপিডিসির বিরুদ্ধে। এরপর ডিপিডিসি এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে আরও ৩৬ জন প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।