মোঃ রাসেল মিয়া,কুমিল্লা,প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে ইউছুফ আলী খান (৫২) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ইউছুফ আলী খান উপজেলার মহিচাইল ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। তিনি মহিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের ছোট ভাই স্বপন আহমেদ বলেন, জ্বর,কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ৭-৮ দিন ধরে ভুগছিলেন ইউছুফ আলী।বুধবার রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে রেখে যান।
ইউসুফ আলীর সৎকার নিয়ে পরিবার ও এলাকাবাসীর লোকজনের মধ্যে উৎকন্ঠা দেখা দিলে খবর পেয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বে ৮ জনের একটি তরুণ টিম মরহুমের দাফন কার্য সম্পন্ন করেন।
এ বিষয়ে লিটন সরকার জানান, শুধু চান্দিনা বা দেবিদ্বার নয় দেশের যে কোন জায়গায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে নিহত কারো দাফন বা সৎকার কাজে সমস্যা হলে আমাদেরকে জানালে আমরা ওই কাজ সম্পন্ন করতে প্রস্তুত আছি। দিন-রাত ২৪ ঘন্টা আমরা মানুষের অন্তিম কাজে সহযোগিতা করতে প্রস্তুত।
এদিকে আজ চান্দিনায় নতুন করে ৪ জন করোনায় সনাক্ত হয়েছেন।এর মধ্যে সাহাপাড়ায় ১জন,কুটুম্বপুর ১ জন,মহিচাইল কৃষি ব্যাংক ১জন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।চান্দিনায় মোট শনাক্ত ২০২ জন।নতুন ২ জন সুস্থসহ মোট সুস্থ ১৫০ জন।মৃত্যু ১২।