শাহজাদপুরে লুটকারীদের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

0
424
শাহজাদপুরে লুটকারীদের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে লুটকারীদের ধাক্কায় সিদ্দিক শেখ (৮০) নামের এক এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। নিহত সিদ্দিক শেখ সে মৃত আলম শেখের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, গত ৩ মে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে শাহজাদপুর পৌর শহরের পাড়কোলা গ্রামে সাবেক কাউন্সিলর পীযূষ ও বর্তমান কাউন্সিলর বেল্লাল গ্রুপের মধ্যে সংঘর্ষে বেল্লাল গ্রুপের সমর্থক আজগর আলী নামের এক বৃদ্ধ নিহত হয়।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে পীযূষ গ্রুপের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করে। এই কারণে দফায় দফায় বেল্লাল গ্রুপের লোকজন এলাকায় লুটপাট ও ভাংচুর করে।

এদিকে নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, আজ মঙ্গলবার দুপুরে বেল্লাল গ্রুপের লোকজন আমাদের বাড়িতে লুটপাট করতে আসলে আমার স্বামী বাধা প্রদান করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই আমার বৃদ্ধ স্বামীর মৃত্যু হয়। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান,‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here