খবর৭১ঃ ভারতের মিজোরামে রোববার বিকালেই ভূমিকম্প হয়েছিল। তার কয়েক ঘণ্টা না-পেরোতেই ফের কেঁপে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। সোমবার ভোর ৪টা ১০ মিনিটে কম্পন অনুভূত হয়। খবর এই সময়।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, চম্পাইতে ভূমি থেকে ২০ কিমি গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র।
এর আগে রোববারও আসাম, মেঘালয়, মণিপুর ও মিজোরামের মানুষ জোরালো কম্পন অনুভব করেন। কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজোরামের আইজলে।
আইজলের থেকে ২৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমি থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এর আগে ১৮ জুন মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্যগুলো। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫। মিজোরামের চম্পাইতে ভূমি থেকে ৮০ কিমি গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। শিলং-সহ উত্তর-পূর্বের প্রায় সব শহরে ভূমিকম্প অনুভূত হয়।