খবর৭১ঃ কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর–২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) জব্দ করার উদ্যোগ নিয়েছে কুয়েত।
আরব টাইমের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে পাবলিক প্রসিকিউটর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন যাতে ওই অর্থ অন্য কোথাও পাচার না হতে পারে।
পরবর্তীতে এ অর্থ মামলার প্রমাণ হিসেবে রেখে দেওয়া হবে।
কুয়েত সরকারের তিন কর্মকর্তাও এ মামলায় সরকারি কৌঁসুলির কাছে জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে দু’জন ম্যানপাওয়ার কর্তৃপক্ষের কর্মকর্তা এবং একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।
মানবপাচার, ভিসা বাণিজ্য ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধে কুয়েতে পাপুলকে গ্রেপ্তার করা হয়।