করোনায় আক্রান্ত হলেন নাজমুল অপুও

0
476
করোনায় আক্রান্ত হলেন নাজমুল অপুও

খবর৭১ঃ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য দিনটা আজ খুবই কষ্টকর। বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তোজা করোনায় আক্রান্ত। শনিবার ( ২০ জুন) দুুপুরে তার এ আক্রান্তের খবর পাওয়া যায় আর সন্ধ্যে নামতে না নামতেই আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। বর্তমান দলের ক্রিকেটার, বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত।

নাজমুল অপু নিজেই মিডিয়ার সঙ্গে আলাপে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

অপু বলেন, ‘কয়েকদিন আগে বাবার করোনায় পজিটিভ আসে। এরপর মায়ের। তাই আমিও পরীক্ষা করাই। এবার আমারও পজিটিভ এসেছে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

এরআগে, শনিবার দুপুুরে মাশরাফি বিন মর্তোুজাও করোনায় আক্রান্ত হন। পরে বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোষ্ট করে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে মরণ ব্যাধি এই ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here